নবকুমার:
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের ৪৩ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৭শ’ ১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে । শনিবার (৭ সেপ্টেম্বর) কাঞ্চনে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৬ কোটি ৫ লাখ ৪৮ হাজার ৮শ’ ৫৭ টাকা। রাজ্বস্ব ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৫ লাখ ২৮ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৭ কোটি ১ লাখ টাকা। উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ৩৭ কোটি টাকা।
বাজেট বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, গত পৌর নির্বাচনে কাঞ্চন বাসী স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতের পেতাত্নাদের বর্জন করেছে। ওরা দুর্নীতিবাজ সংগঠন থেকে এসে কোন উন্নয়ন করে নাই। উনিরা করেছে নিজেদের পকেট ভারী। আমরা উন্নয়ন করতে চাইল আমাদের সহযোগিতা করে নাই।
মন্ত্রী বলেন, এবারের বাজেট গণমুখী উন্নয়ন বাজেট । বাজেটে জনগণের উপর কোন কর ধার্য করা হয় নাই। জনগণকে কর মুক্ত রাখা হয়েছে। কাঞ্চনে আমরা এখন আওয়ামী লীগের মেয়র পেয়েছি। এখানে আর কোন উন্নয়ন বাদ থাকবে না। কাঞ্চন হবে সারা দেশের মধ্যে উন্নয়নের রোল মডেল।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, মাসকো গ্রুপের চেয়ারম্যান এম.এ সবুর, পৌর সচিব এটিএম নুরে আলম সিদ্দিকী, সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, প্যানেল মেয়র পনির হোসেন, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক গোলাম রসুল, এমায়েত হোসেন, হাবিবুর রহমান হাবিব, কাউন্সিলর মফিকুল ইসলাম খান, আবু নাঈম, রোকন মিয়া, আইয়ুব খান, জামাল হোসেন, মাঈনউদ্দিন, মোহাম্মদ হোসেন, আমজাদ হোসেন ভুট্রো, মিনারা বেগম, সাফিয়া আক্তার ডলি, শামসুন্নাহার চৌধুরী, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী হাসান আলী, হিসাব রক্ষক ইউসুফ হোসেন, সার্ভেয়ার মোস্তফা মোল্লা, প্লাবন দেবনাথ, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, যুবলীগ নেতা আবুল হোসেন প্রমুখ।