আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শীতলক্ষ্যায় নিখোঁজ বাল্কহেড চালকের লাশ উদ্ধার

ট্রলারে ডাকাতদের ছুরিকাঘাতে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ বাল্কহেড সুকানীর (চালক) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর ) ভোরে সিদ্ধিরগঞ্জে গোদনাইল মেঘনা ডিপো সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ভোর ৬টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

জানা গেছে গত বুধবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়ে সুকানী রশিদ নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরদিন দিনভর নদীতে তল্লাশী করেও তার কোন খোঁজ মেলেনি।