সংবাদচর্চা রিপোর্ট
ফতুল্লার লালপুরে বৃষ্টি ছাড়াই পানি জমে থাকে সড়কে। পুরো রাস্তাজুড়ে ময়লা পানি আর দূর্গন্ধে দূর্ভোগ পোহাচ্ছে এলাকার সাধারণ মানুষ। তাদের অভিযোগ, আশেপাশের কিছু ডাইং ফ্যাক্টরির কারণেই রাস্তায় পানি জমে থাকে।
সরেজমিনে দেখা যায়, কাপড় উচিয়ে রাস্তায় হাঁটছে মানুষ। কেউ আবার দূর্গন্ধের কারণে নাকে হাত দিয়ে চলাচল করছেন। এলাকাবাসী জানায়, প্রায় সময়ই রাস্তায় পানি জমে। মূলত, ডাইং ফ্যাক্টরিগুলোর অতিরিক্ত পানির কারণে খাল ভরে গিয়ে রাস্তায় পানি চলে আসে। এর আগেও রাস্তায় পানি জমেছিলো। তবে চেয়ারম্যান’র হস্তক্ষেপে সে সমস্যার সমাধান করা হয়। পুনরায় আবারও এ সমস্যার সৃষ্টি হয়েছে। এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যাতে করে ভবিষ্যতে আর কখনোই খালের পানি উপচে পরে রাস্তায় এসে জমে না থাকে।
সাধারণ মানুষের দূর্ভোগ রোধে স্থায়ী সমাধনের বিষয়ে জানতে দৈনিক সংবাদচর্চা থেকে মুঠোফোন করা হয় ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপনকে।
তিনি জানান, পাশের খাল ভরে যাওয়ায় মূলত রাস্তায় পানি জমেছে। এ বিষয়ে এলাকাবাসীর সাথে আমার কথা হয়েছে। ভবিষ্যতে রাস্তায় যাতে করে পানি না জমে আজ সে ব্যবস্থা করা হবে।