আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তাস বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ!

নিজস্ব প্রতিবেদক:

তাস শব্দটি কারো কাছে আনন্দের আবার কারে কাছে বেদনার। আমাদের পারিবারিভাকে নিষেধাজ্ঞা থাকে এই খেলাটির । অনেকেই পছন্দ করেন না এই খেলা । তবে  দ্বিতীয়বারের মতো তাসের বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৪ থেকে ২৮ সেপ্টেম্বর চীনের ওহানে অনুষ্ঠিত হবে ভিন্ন ধারার এই বিশ্বকাপ। ৬ খেলোয়াড় এবং ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন ও সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসসহ চীন যাচ্ছে ৯ সদস্যের বাংলাদেশ দল। আর প্রতিযোগীদের ‘উৎসাহ’ দিতে চীনে যাচ্ছেন সরকারের উচ্চ পদস্থ তিন কর্মকর্তা।

এই তিন কর্মকর্তা হলেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. মাসুদ করিম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পিএস (উপসচিব) মজিবুর রহমান এবং যুব ও ক্রীড়া সচিবের পিএস প্রনব কুমার ঘোষ। এই কর্মকর্তারা বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়রা কেমন তাস খেলেন সেটা পর্যবেক্ষণও করবেন। সেইসঙ্গে তাদের ‘ভালো খেলার প্রেরণা’ দেবেন।

জানা গেছে, ওয়ার্ল্ড কাপ ব্রিজ টুর্নামেন্টে উপস্থিত থাকতে ইতিমধ্যে এই তিন সচিবের চীন সফরের অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। তাদের সকল ব্যয়ভার বাংলাদেশ ব্রিজ ফেডারেশন বহন করবে বলে সফরকারীদের নামে ইস্যু করা জিওতে উল্লেখ করা হয়েছে।