আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাছুমাবাদ বিষাক্ত সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

রূপগঞ্জ উপজেলার  মাছুমাবাদ গ্রামে বিষাক্ত সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  সোমবার ভোরে ঘরের ভিতর বিষাক্ত সাপের কামড়ে বাছেদ বাঘা (৬৫)নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। তার পিতার নাম মৃত জয়নাল আবেদীন বাঘা ।

জানা যায়,সোমবার (১৯আগস্ট) ভোরে ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলেই তার পায়ে কালো রঙের একটি বিষাক্ত সাপ কামড় দেয়। ঘটনাস্থলেই সে লুটে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।