আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জৌনপুরী পীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জৌনপুরী পীর এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে তার সমর্থকরা। রবিবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

এসময় বক্তারা এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় এস্টেট অফিসের কানুনগো মো. ইকবাল মাহমুদের দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার মৃত নাছির উল্লাহ আব্বাসীর ছেলে অভিযুক্ত এনায়েত উল্লাহ আব্বাসী (জৈনপুরী পীর), অবৈধ ও বেআইনিভাবে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হাজিগঞ্জ লেভেল ক্রসিং সংলগ্ন রেললাইনের পূর্ব পার্শ্বে রেলওয়ের জমিতে অবৈধভাবে মাটি ভরাট করে সেমিপাকা কাঠামো নির্মাণ করছেন।