ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঈদের দিন ১২ অাগস্ট সোমবার ভোরে ফতুল্লার পাগলা রেলষ্টেশন এলাকায় এঘটনা ঘটে।
নিহত যুবক রাকিব(২০) ফতুল্লার নয়ামাটি মুসলিমপাড়া এলাকার মজিদ হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া নওশেদ বেপারীর ছেলে। তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার নয়াপাড়ার নড়িয়ায়। সে ফতুল্লার নয়ামাটি এলাকায় কাদিরের ভাঙ্গারীর দোকানের কর্মচারী।
হত্যাকান্ডের সময় রাকিবের সঙ্গে থাকা তার বন্ধু আব্দুল্লাহ জানান, ভোর সাড়ে ৩টায় পাগলা বাজার থেকে কেনাকাটা করে একটি রিকশায় রাকিবের সঙ্গে বাসায় ফিরছিলেন সে। এসময় পাগলা রেলষ্টেশন এলাকায় আসলে একই এলাকার গিয়ার মানিক সহ ৪/৫ জন পথরোধ করে রিকশাটি আটকায়। তখন দুর্বৃত্তরা আব্দুল্লাহকে রিকশা থেকে নামিয়ে চোর চোর বলে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এর কিছুক্ষণ।পর আব্দুল্লাহ এসে রাকিবের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, তাৎক্ষণিক হত্যার কারণ জানাযায়নি। তবে তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।