আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কুতুবপুরে একাধিক মামলার আসামীকে পিটিয়ে হত্যা

চোর সন্দেহে  ফতুল্লায়  জুম্মন প্রকাশ নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী৷

শনিবার (১০ আগস্ট) দুপুর দেড়টার দিকে ফতুল্লার কুতুবপুরের পূর্ব দেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে৷

নিহত জুম্মন কুতুবপুরের দেলপাড়া রঘুনাথপুরের কাইয়ুমের ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের৷

জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) ডিআইও-টু সাজ্জাদ রোমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর দেড়টার দিকে পূর্ব দেলপাড়া এলাকায় একটি বাড়িতে চুরি করতে গেলে এলাকাবাসীর হাতে আটক হয় জুম্মন। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত জুম্মন প্রকাশের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে।