আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে চাচা-ভাতিজার সংঘর্ষে আহত ৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গাছের নারিকেল পাড়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে নারীসহ ৫জন গুরুতর আহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে উপজেলার নগর ডৌকাদী গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের আঃ মতিন (৬০) তার গাছ থেকে নারিকলে পারতে যান। ওই সময় নারিকেল গাছটি নিজের দাবী করে তাকে বাধা দেন তারই ভাতিজা আজিজুল ইসলাম (৩০) । এ নিয়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে পরষ্পর পরষ্পরের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে চাচা আঃ মতিন (৬০) ভাতিজা আজজুল ইসলাম (৩০)সহ রাশিদা বেগম (৫০), তাহেরবানু (৬০) ও সিরাজুল ইসলাম (২০) নামে ৫জন রক্তাক্ত আহত হয়। তারা সকলে আড়াইহাজার উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এক নারী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।