আড়াইহাজারে স্বামী শাহ আলমকে হত্যা মামলায় স্ত্রী শ্যালিকা সহ শ্বশুরকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৭ আগস্ট) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নিহত শাহ আলমের শ্বশুর উপজেলার চৌথার আখড়পাড়া গ্রামের আলাউদ্দীন (৫০), স্ত্রী সুমি আক্তার (২০) এবং দুই শ্যালিকা শেলিনা বেগম (২০) ও শিরিনা আক্তার (১৮)। এর আগে পুলিশ মঙ্গলবার বিকালে নরসিংদীর শেখের চর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই। তিনি বলেন, বিকালে আসামীকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিহত শাহ আলম উপজেলার মারুয়াদী গ্রামের মৃত আম্বর আলীর ছেলে এবং সে পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। ১৫ জুলাই তার মরদেহ শ্বশুর বাড়ী সংলগ্ন চৌথার আখড়পাড়া গ্রামে একটি পুকুর পাড়ের কাছ থেকে উদ্ধার করা হয়েছিলো। এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে নিহতের শ্বশুর আলাউদ্দীন, স্ত্রী সুমি আক্তার এবং দুই শ্যালিকা শেলিনা বেগম ও শিরিনাসহ ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।