আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কাচপুর সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে (শিমরাইল) একটি প্রাইভেটকার থামিয়ে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে ছিনতাইয়ের শিকার মনির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে মামলা দায়ের করে। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কোন ছিনতাইকারীকে গ্রেফতার করতে পারেনি। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচ এম জসিম উদ্দিন।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মনির হোসেন তার শ্যন্তক ইমরানকে নিয়ে দোকান কেনার সাড়ে ৩২ লাখ টাকার নিয়ে কুমিল¬া থেকে ঢাকায় যান। ঐ দিন দোকান না কিনে টাকাগুলো নিয়ে সন্ধ্যার পর ঢাকা থেকে কুমিল¬ায় ফেরার পথে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের পশ্চিম ঢালে পৌঁছেন। এ সময় দুটি মোটর সাইকেল যোগে ৪ ছিনতাইকারী প্রাইভেটাকারের দু’পাশের কাঁচ ভাংচুর করে এবং ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাগের মধ্যে থাকা সাড়ে ৩২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।