নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোকাকোলা কোম্পানির কর্মচারী তোফাজ্জল হোসেন তপু (৫৫) নামের এক ব্যক্তির কোকের বোতল দিয়ে বুকে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চাষাড়া বালুর মাঠস্থ এ্যাপোলো ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন তপু শরীয়তপুরের নড়িয়া থানার জোজিহার গ্রামের মৃত মোসলেম চৌকিদারের ছেলে। সে খানপুর বৌ বাজার রেললাইন এলাকায় বসবাস করতো। এ ঘটনায় শাহজাহান নামে একজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত রডের দোকানের কর্মচারী সুমন (৩৩) পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তোফাজ্জল হোসেন বিভিন্ন দোকানে কোকাকোলা কোম্পানির কোমল পানীয় সাপ্লাই করতো। বেলা সাড়ে ১১টার দিকে বালুর মাঠ এলাকায় আসলে রডের দোকানের কর্মচারী সুমন ও শাহজাহান তার কাছে একটি কোক চায়। পরে তোফাজ্জল একটি কোকের বোতল সুমনের দিকে ছুড়ে মারলে তা সুমনের কপালে লাগে। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও শাহজাহান তোফাজ্জলের উপর চড়াও হয় এবং বুকে কোকের বোতল দিয়ে একাধিকবার আঘাত করে। এতে করে এক পর্যায়ে তোফাজ্জল অচেতন হয়ে পড়লে স্থানীয়রা নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অমিত রায় তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহজাহানকে আটক করা হয়েছে এবং সুমনকে আটকের জন্য অভিযান চলছে।