বাংলাদেশ দল বিশ্বকাপ শেষ করে র্যাংকিংয়ের র্যাটিং ৯০ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলো। কিন্তু তিন ম্যাচ ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। যার ফলে বড় ধাক্কা খেয়েছে র্যাটিং পয়েন্টের। যদিও র্যাংকিংয়ে কোনো ব্যাঘাত ঘটেনি। আগের অবস্থানেই আছে।
বাংলাদেশ আইসিসির র্যাংকিংয়ে সপ্তম স্থানে ছিলো। ৯০ পয়েন্ট নিয়ে এই স্থানে ছিলো বাংলাদেশ। অন্যদিকে ৭৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের এক ধাপ নিচে অষ্টমে ছিলো শ্রীলঙ্কা। চার পয়েন্ট কমেছে বাংলাদেশের আর সমান পয়েন্ট বেড়েছে শ্রীলঙ্কার।
বর্তমানে বাংলাদেশের পয়েন্ট কমে ৮৬ আর শ্রীলঙ্কার পয়েন্ট বেড়ে হয়েছে ৮২। যদিও দুদলের কারোরই র্যাংকিংয়ে কোনো পার্থক্য হয়নি।