আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেঙ্গু প্রতিরোধে না.গঞ্জ মহানগর আ.লীগের সচেতনতা র‌্যালী

সারা দেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করছে। আর সেই ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামেছে।  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩১ জুলাই বুধবার বেলা সাড়ে ১১ টায় ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ২নং রেলগেইট আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে গিয়ে র‌্যালীর সমাপ্তি করা হয়। এ সময়  শ্লোগান দেয়া হয়  এডিস মশা নিধন করি ডেঙ্গু মুক্ত দেহ গড়ি’ ।

এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম আরাফাত, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন, সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, সাবেক কাউন্সিলর সিরাজ হোসেন সিরাজ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর আনোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক গাজী আব্দুর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন শিলু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও কার্যকরি সদস্য শাখাওয়াত হোসেন সুমন।