আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঞ্চন পৌর কাউন্সিলরের আ.লীগে যোগদান

নবকুমার:

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর সভার নবনির্বাচিত  ৯ নং ওয়ার্ড (হাঁটবো টেকপাড়া ত্রিশকাহনিয়া) কাউন্সিলর  মোঃ আমজাদ হোসেন ভুট্টো আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার (১৬ শ্রাবণ,৩১ জুলাই) রূপসী গাজী ভবনে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপির হাতে ফুল দিয়ে বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেন ভুট্টো । এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি,আওয়ামী লীগ নেতা এমায়েত হোসেন,আব্দুল ওহাব, সিরাজ উদ্দিন, তপন মাস্টার, আজাদ মাস্টার , কাউছার হামিদ, শহিদুল্লাহ মিয়া, মনির হোসেন প্রমুখ।

কাউন্সিলর আমজাদ হোসেন ভুট্টো জানিয়েছেন, বিএনপির মধ্যে কোন গণতন্ত্র নেই। বিএনপি কোন দল নয় এটা দুর্নীতির কারখানা।  আমি না বুঝে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। এখন বুঝেতে পেরে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের উন্নয়ন দেখে স্বেচ্ছায় আমি আওয়ামী লীগে যোগদান করেছি।

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানের জন্য কাউন্সিলর আমজাদ হোসেন ভুট্টোকে ধন্যবাদ জানিয়ে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। এটা গণমানুষের দল। এখানে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারাই স্থান পায়। আওয়ামী লীগের সুনাম রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা নেতাকর্মীর। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ শক্তিশালী আছে । ভবিষ্যতে আরো শক্তিশালী করা হবে। আমরা সবাই মিলে মিশে বঙ্গবন্ধুর স্বপ্নবাস্তবায়ন কবর।

প্রসঙ্গত,গত ১৬ জুলাই রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তার পর তিনি আওয়ামী লীগকে ডেলে সাজাতে ব্যস্ত সময় পার করছেন। তার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে কাঞ্চন পৌর আওয়ামী লীগ । প্রথম বারের মত কাঞ্চন পৌর মেয়র নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম। গত ২৫ জুলাই কাঞ্চন কাঞ্চন পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ৯ নং ওয়ার্ডের (হাঁটবো টেকপাড়া ত্রিশকাহনিয়া) কাউন্সিলর নির্বাচিত হন মোঃ আমজাদ হোসেন ভুট্টো। তার যোগদানের পর সেখানে বিএনপি এখন অস্তিত্ব সংকটে পড়েছে। সারা রূপগঞ্জ আওয়ামী লীগের ঘাটিতে পরিণত হয়েছে।