আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আই.ই.টি স্কুলে রোটারী ক্লাব অব ফতুল্লার বৃক্ষরোপন

পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপনের কোন বিকল্প নাই। প্রাকৃতিকগত ভারসাম্য পরিবেশ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং সামাজিক সচেতনতায় কাজ করতে হবে। জেলা বৃক্ষরোপন প্রজেক্টের আওতায় রোটারী ক্লাব অব ফতুল্লা নারায়ণগঞ্জ এর উদ্যোগে ৩০ জুলাই মঙ্গলবার সকাল ৯টায় আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের মাধ্যমে কর্মসূচী উদ্বোধন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সামছুল আলম।

উদ্বোধক বলেন, বৃক্ষ মানুষের জন্য সম্পদ। বৃক্ষ কেবল পরিবেশবান্ধব নয়, জীবন-বান্ধবও বলা চলে। পরিবেশ রক্ষার জন্য গাছ অতীব জরুরি উপাদান। বৃক্ষ অক্সিজেন সরবরাহকারী, বৃক্ষ পরিশোধনের কাজ করে। পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা থেকে রক্ষা পেতে কেবল গাছ লাগালে হবে না, গাছের যথার্থ যতœ নেয়া প্রয়োজন।

প্রজেক্ট চেয়ারম্যান রোটারীয়ান এম এ মান্নান ভূঁইয়ার তত্ত্বাবধায়নে রোটারী ক্লাব অব ফতুল্লার প্রেসিডেন্ট রোটারীয়ান মো. আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা আক্তার। বৃক্ষরোপন কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী খন্দকার সাইফুল ইসলাম। সচেতনতা বৃদ্ধিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. মঈনুল হক, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট কবির হোসেন পারভেজ, সাবেক প্রেসিডেন্ট মো. আসাদুজ্জামান ও সাবেক প্রেসিডেন্ট আব্দুস সাত্তার চৌধুরী প্রমুখ। অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন রোটারীয়ান হাজী আব্দুল কাদির, হাজী কামরুজ্জামান ও ফেরদৌসী আক্তার রেহানা।