ধর্ষণ মামলায় জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য আড়াইহাজারের সন্তান আলমগীর সিকদার লোটনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তাকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। জাপা নেতার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও মো. আব্দুল্লাহ আল মামুন।
গত ১০ জুলাই ৩২ বছর বয়সী এক নারী নিজেকে লেখিকা দাবি করে ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জাপা নেতার বিরুদ্ধে মামলা করেন। আদালত ওই নারীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেয়। এরপর অভিযোগের তদন্ত শেষে গত ২৮ জুলাই ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়। এ প্রতিবেদন পাওয়ার পর আদালত জাপা নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ অবস্থায় আজ হাইকোর্টে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন জাপা নেতা।