নিজস্ব প্রতিবেদক ঃ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে আজ ভোট গ্রহণ শুরু হয়েছে । শনিবার (২৭জুলাই) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মুড়াপাড়া সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ কালে হলগুলোতে স্থাপিত ভোটকেন্দ্রে গিয়ে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবে। নির্বাচনে ভিপি,জিএস, এজিএসসহ মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন নজরুল ইসলাম, সাইফুল ইসলাম তুহিন, আমির হোসেন, আবু ভূঁইয়া। জিএস পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, সাদিকুল ইসলাম সজীব ও শামীম ওসমান। এই কলেজে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৫০০শ। এর মধ্যে ছেলে ভোটার ২০০০ হাজার আর মেয়ে ভোটার ২৫০০ হাজার । এছাড়া আরও জানা গেছে, ২০১১ সালের ছাত্র সংসদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয় বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়া পান্না সোহেল। এরপর থেকে মুড়াপাড়া কলেজে আর কোন ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নি। ইতিহাস ঐতিহ্যে ঘেরা মুড়াপাড়া জমিদার বাড়িটিকে কলেজে রূপান্তর করা হয়। এর ধারাবাহিকতায় গত বছর মুড়াপাড়া কলেজটিকে পূর্ণাঙ্গ সরকারি করণ করা হয়। কলেজটি সরকারি করণের পর থেকেই শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। উক্ত দাবির ভিত্তিতে দীর্ঘ ৮ বছর পর আজ শনিবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।