নবকুমার:
এখন চলছে বর্ষাকাল। বর্ষার পানি আর বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যার কারণে জনগণকে দুর্ভোগ পৌহাতে হয় । জনগণের সেই দুর্ভোগ দূর করতে তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী খাল খননের নির্দেশ দিয়েছে। হাছিনা গাজীর নির্দেশে তারাব পৌর সভার কয়েক হাজার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে। শুরু হয়েছে তারাব পৌর সভার ১ নং ওয়ার্ডের গন্ধর্বপুর হাই স্কুল গেট থেকে ঠাকুর বাড়ী পর্যন্ত খাল খননের কাজ। শুক্রবার (১১ শ্রাবণ ,২৬ জুলাই) সরেজমিনে দেখা যায় খনন কাজ পুরোদমে চলছে।
বেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। খালের কিছু কিছু জায়গা দখল হয়ে গেছে। যার ফলে খালের পানি দ্রুত বের হতে পারে না। আর খালের দুই পাশের যত ময়লা আবর্জনা আছে সব খালে ফেলে দেয়া হয়। যার ফলে দ্রুত খাল ভরে যায়। এতে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
খাল খননের ব্যাপারে কাউন্সিলর রফিকুল ইসলাম মনির ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, খাল খনন প্রকল্পটি বাস্তবায়ন হলে ১ ও ২নং ওয়ার্ডের বৃহৎ এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে পরিত্রাণ লাভ করবে।