আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

জমি সংক্রান্ত বিরোধের জেরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুরুজ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। সে ওই এলাকার মৃত আয়েত আলীর ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় ফতেপুর ইউপি’র বগাদী সিডি মার্কেট নামক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তে নারায়ণগঞ্জের ভিক্ট্রোরিয়া হাসপাতালের মর্গে পাঠায়। নিহত সুরুজ মিয়া লেপতোষকের ব্যবসাসহ এলাকায় জমি কেনাবেচায়ও কাজ করতেন। তিনি তিন সন্তানের জনক। ঘটনার পর প্রধান অভিযুক্ত আবুল হোসেনসহ অন্যরা পালিয়ে গেছে। নিহতের স্ত্রী চন্দ্রবান বলেন, স্বামী সুরুজ মিয়া সকাল সাড়ে ৬টার দিকে সিডি মার্কেটে যান। জমি সংক্রান্ত বিরোধের জেরে তার স্বামীকে হত্যা করা হয়েছে। স্বামী হারানোর শোকে বার বার তিনি মূর্ছা যাচ্ছিলেন।

এদিকে নিহতের ভাই জহিরুল বলেন, সুরুজ মিয়ার সঙ্গে একই এলাকার আবুল হোসেন, গোলজার ও শাহ আলমের সঙ্গে স্থানীয় বগাদী মৌজায় সাড়ে ৭ শতাংশ জমির কিছু অংশ নিয়ে বিরোধ ছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ ওই জমিতে মাটি ভরাটে বাঁধা দেয়াকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শী বকুল বলেন, ‘সুরুজ ও আবুল হোসেনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সকালে হাতাহাতি হচ্ছিল। এক পর্যায়ে আমি ঝগড়া থামিয়ে দিয়েছি।’

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, স্থানীয় সিডি মার্কেট নামক এলাকায় একটি দোকানে স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তির কাছে অভিযুক্ত আবুল হোসেনের নামে নালিশ করতে ছিলেন নিহত সুুরুজ মিয়া। এ সময় হঠ্যাৎ তিনি ঢলে পড়ে মারা যান। ওসি আরো বলেন, ‘তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনই সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। মরদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।