আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

যারা না.গঞ্জকে কলঙ্কিত করেছে সেই ধরণের নেতৃত্ব চাই না: আইভী

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী বলেছেন, আমার জন্ম নারায়ণগঞ্জে। এই জেলা আমার । নারায়ণগঞ্জকে কলঙ্কিত করতে দেয়া হবে না।  এখানে কোনো সন্ত্রাস নয়, কোনো অন্যায়- অত্যাচার নয়, কোনো জুুলুম নয়, কোনো মানুষ হত্যা নয় । মানুষকে ভালো বেসে রাজনীতি করুন। তাহলে  জনগণ আপনার বিপদে পাশে দাঁড়াবে। অন্য জেলায় আমাদের মুখ দেখাতে লজ্জা লাগে। আমরা চাই না নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের মতো ঘটনা ঘটুক। আমরা চাই না ত্বকি হত্যাকান্ডের মতো ঘটনা ঘটুক। যারা এসব করে নারায়ণগঞ্জকে কলঙ্কিত করেছে সেই ধরণের নেতা আমরা চাই না।

সোমবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন ।

আইভী বলেন, এখন অনেকেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ বলছে। এটা ভালো একটি দিক। তাই বলে এটা ভাবলে চলবে না যে, এখানে বিএনপি, জামাত শিবির নাই। তারা আছে। ঘাপটি মেরে আছে। সময় আর সুযোগ মতো তারা ঠিকই জেগে উঠবে।

মেয়র বলেন,আমি উত্তরাধিকার সূত্রে আওয়ামী লীগ করি। অনেকেই নারায়ণগঞ্জের বাইরে থেকে এখানে এসেছেন। হয়তো কেউ আমাদের বন্ধু, কেউ বা আত্মীয়। আড়াইহাজারের লোকজন আড়াইহাজারে নেতৃত্ব দেবে সোনারগাঁয়ের লোকজন সোনাগাঁয়ে নেতৃত্ব দেবে, রূপগঞ্জের লোকজন রুপগঞ্জে নেতৃত্ব দেবে আর নারায়ণগঞ্জের লোকজন নারায়ণগঞ্জে নেতৃত্ব দেবে।

তিনি জামাত শিবির সম্পর্কে সবাইকে সচেষ্ট এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, তারা সুযোগ পেলে আবারও বোমা হামলা চালাতে পারে। তাই আমাদের সাজাগ থাকতে হবে। যাদের রক্তের বিনিময়ে আজকের আওয়ামী লীগ সেই তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে।

অনুষ্ঠানে  আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্জালাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আব্দুর রশীদ ভূঁইয়ার সঞ্চালনায়  আরো বক্তব্য রাখেন, স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দীপু,  নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসানাত শহীদ মো. বাদল, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র আব্দুল হালিম সিকদার, প্রমুখ।