আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রবাসীর স্ত্রীকে ‘গণধর্ষণ’ মামলায় একজন রিমান্ডে

কুয়েত প্রবাসীর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ছালাউদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এই রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে ২০ জুলাই সোনারগাঁ থানা পুলিশ গ্রেফতার আসামী ছালাউদ্দিনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। এদিন রিমান্ড শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত ছালাউদ্দিন উপজেলার ইমানেরকান্দি গ্রামের শামসুল হক পাইন্নার ছেলে। এ মামলায় পলাতক রয়েছে অপর আসামী আনোয়ার হোসেন।

প্রসঙ্গত সোনারগাঁয়ে চলতি বছরের ২১ জুন রাতে গৃহবধূ (২২) তার কুয়েত প্রবাসী স্বামীর সাথে বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলার সময় ছালাউদ্দিন ও আনোয়ার হোসেন তার মুখ চেপে ধরে বাড়ির পাশে বাতেনের জমিতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।