আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। এতে আটশত টন তুলা পুড়ে গেছে। রোববার (১৪ জুলাই) দুপুর সোয়া ১ টার দিকে জালকুড়ি এলাকার এস এম ট্রেডার্স নামক গোডাউনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাৎক্ষনিক ভাবে আগুনের সূত্রপাত বলতে পারেনি কেউ। তবে কয়েকজন শ্রমিক জানায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ড হতে পারে। গোডাউনে কর্মরত কোন শ্রমিকের প্রাণহানি ঘটেনি। অগ্নিকান্ডের আগে ৫ জন শ্রমিক সেখানে কাজ করছিল জানিয়ে গোডাউনের রাখা প্রায় আটশত টন তুলা পুড়ে গেছে বলে দাবি করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার শহিদুল ইসলাম।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, নারায়ণগঞ্জ, আদমজী ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৪ টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত শেষে অগ্নিকান্ডের কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: বাদশা আলম জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।