নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জ পূর্ব নির্ধারিত ২৭ জুলাই নির্বাচনের দিন হিসেবে উল্লেখ করেই মুড়াপাড়া সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১জুলাই) সকাল ১০ টায় মুড়াপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার দাস আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন। এবারও আগের মতোই মুড়াপাড়া সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হলো। এতে সরকারি মুড়াপাড়া কলেজের ছাত্র-ছাত্রীদের মনে আনন্দ ঢেউ খেলতে লাগলো। এই ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১৬জুলাই। তা চলবে ১৭ জুলাই পর্যন্ত। যাচাই-বাছাইয়ের পর ১৮ জুলাই কলেজে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে । তালিকা যাচাই বাছাইয়ের পর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ জুলাই। ভোট গ্রহণ হবে ২৭ জুলাই শনিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। ওইদিন হলগুলোতে স্থাপিত ভোটকেন্দ্রে গিয়ে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন। এ ব্যাপারে সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার দাস জানান, যারা বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে আছেন তারা সবাই প্রত্যাশা করেন কলেজে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি ছাত্র সংসদ থাকুক। এছাড়া সাহিত্য,সংস্কৃতি, ক্রীড়া, নাট্যকলাসহ সব সাংস্কৃতিক কার্যক্রম ছাত্র সংসদই করে থাকে। তাই প্রত্যাশা করছি এ সরকারি প্রতিষ্ঠানেও ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন হবে।