আজ রবিবার, ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বামদের কাছে বিএনপির হার !

সংবাদচর্চা রিপোর্ট:
কেন্দ্র বলেছিলো বলেই লোক দেখানো কর্মসূচিতে একটি ব্যানার নিয়ে অংশগ্রহন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ। তবে জেলা কমিটির সভাপতি সেক্রেটারীর দেখা মিলেনি। একই দিনে ১৫ মিনিটের বিক্ষোভ করে নিজেদের দায় সেরেছিলেন মহানগর বিএনপি। বাম দলগুলেঅ সাধারণ মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতাল দিলে তাতে সর্মথন দেয় বিএনপি। তবে মাঠে নামতে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের। যা দেখে বামদের কাছে বৃহৎ দল বিএনপির হার বলেই মন্তব্য করেছেন রাজনৈতিক বোদ্ধারা।

গত ১ জুলাই থেকে সকল প্রকার গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয় এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ সিদ্ধান্তের ফলে গৃহস্থলীর রান্নার কাজে ব্যবহৃত একটি চুলার মাসিক বিল ৭৫০ টাকা থেকে বেড়ে ৯২৫ টাকা করা হয়েছে। একই সাথে দুই চুলার বিল ৮০০ টাকা থেকে ৯৭৫ টাকা নির্ধারন করা হয়েছে। বাসাবাড়ির গ্যাসের পাশাপাশি যানবাহনে ব্যবহার করা গ্যাসের দামও বেড়েছে। সিএনজি গ্যাসের দাম প্রতিঘনফুটে ৪০ টাকা থেকে ৪৩ টাকা নির্ধারন করা হয়েছে। এতে করে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ জুলাই বাম জোট দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা সহ বাম সর্মথনের বিভিন্ন জোট সংগঠনগুলো এই হরতালের ডাক দিয়ে মাঠে সরব উপস্থিতির মাধ্যমে হরতাল সফল করেছে। আর বাম দলগুলোর মতো সাধারণ মানুষের পক্ষে এমন কর্মসূচি পালন করে বিএনপিকে সমালোচনায় ফেলেছেন। সাধারণ মানুষের মতে রাজনীতিতে একটি বৃহৎ দল বিএনপির হার।
এর আগে ২ জুলাই সভাপতি ও সেক্রেটারী ছাড়াই বিক্ষোভ করেছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। তারপর পরই ১৫মিনিটের দায়বদ্ধতা সারতে গুটি কয়েক নেতাকর্মীকে নিয়ে বিক্ষোভ করেন মহানগরের নেতৃবৃন্দ। পরবর্তীতে দলীয় ভাবে হরতালকে সর্মথন দিলেও মাঠে নামতে দেখা যায়নি বিএনপির কোন নেতাকর্মীদের। রাজনীতি বিশ্লেষকরা মনে করছে, বিএনপির মত একটি বড় দল জনগুরুত্বপূর্ণ দাবিতে তেমন ভূমিকা রাখতে পারছে না।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মুঠোফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেনি। সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ হজ্বে থাকায় যোগাযোগ সম্ভব হয়নি। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজীব সাংগঠনিক অনিয়ম যখন নিয়মে পরিনত হয়, তখন আসলে কিছু বলার থাকে না। যেখানে নতুন উদ্যোমে আমাদের চলার কথা সেখানে কর্মসূচিই পালন হচ্ছে না। এই বিষয়গুলো দায়িত্ববানদের অবহেলা।

মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিনা ভোটের সরকার গ্যাসের মূল বৃদ্ধি করেছে এটা সাধারণ মানুষ সহজ ভাবে নেয় নাই। গ্যাসের মূল বৃদ্ধির কারনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে ছিলাম ভবিষতেও থাকবো।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জানান, যেহুতু আমরা বৃহৎ একটি রাজনৈতিক দলের সাথে জড়িত, সুতরাং কেন্দ্রের নির্দেশনা ছাড়া আমরা কিছু করতে পারি না। হরতালকে নৈতিক সর্মথন দাবী করে তিনি বলেন, আমরা সব সময় জনগনের পক্ষেই মাঠে সরব রয়েছি।