আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লা ও ভূইগড়ে দুই বেকারীকে ৬০ হাজার টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক: অনুমোদন ছাড়াই বেকারী পন্য উৎপাদন, বিক্রয় ও বিপনন এবং অনুমোদন ছাড়াই বিএসটিআই এর লোগো ব্যবহার করার কারণে নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলগেট সংলগ্ন লিহন বেকারীকে ১০ হাজার টাকা ও ফতুল্লার ভূইগড়ে অবস্থিত কাটাবন এন্ড কোং নামের বেকারীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

৩১ অক্টোবর মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি জোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বিএসটিআই অফিসের ফিল্ড অফিসার রিগ্যান বৈদ্য। অভিযানকালে বিপুল সংখ্যক পুলিশ ও আর্মড পুলিশ উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোতি বিকাশ চন্দ্র জানান, জেলা ম্যাজিষ্ট্রেট ও ডিসি রাব্বি মিয়ার নির্দেশে বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ অনুযায়ী অভিযান পরিচালনা করে দু’টি বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।