আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা

ব্রিস্টলের ওয়েদার বুলেটিনে মঙ্গলবার সারাদিন বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। বৃষ্টির এই পূর্বাভাসের পরও মাশরাফি যে পুরো ৫০ ওভার খেলার আশায় বুক বেঁধেছেন, তাতেও বড় ধাক্কা হয়ে এসেছে আজ সাকিবের খেলার অনিশ্চয়তা। ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময়ই বাঁ উরুর পেশিতে টান লেগেছে তার। দু’দিনের বিশ্রামেও ব্যথা না কমায় সোমবার আক্রান্ত পেশির স্ক্যান করানো হয়েছে ব্রিস্টলে।

পরে দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষজ্ঞ ফিজিশিয়ানের পরামর্শ ও স্ক্যান রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে শ্রীলংকার বিপক্ষে সাকিব খেলতে পারবেন কি, পারবেন না। বিশ্বসেরা অলরাউন্ডার শেষ পর্যন্ত খেলেন বা না-ই খেলেন, জয়ের জন্য মাশরাফিরা যে মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দেবেন, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। সাকিব না খেললে একাদশ নিয়ে নতুন ছকে ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে। এমনিতেও এ ম্যাচে সাব্বির আর রুবেলকে নামানোর পরিকল্পনা মাথায় রেখেছেন তারা। সোমবারের টিম মিটিংয়েও এ কথাগুলোই জোরালোভাবে এসেছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষ বাংলাদেশ অনেকটাই এগিয়ে রয়েছে বলে মনে করছেন লঙ্কান সাংবাদিকরা।