আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপে বিপাকে পাকিস্তানি ক্রিকেটাররা

অনলাইন রিপোর্ট:

বিশ্বকাপ চলাকালীন সময়ে ক্রিকেটাররা তাদের পরিবারকে সঙ্গে রাখতে পারবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এমন আইন শিথিল করা হয়েছে হারিস সোহেলের জন্য। যদিও হারিস সোহেলের ব্যাপারটি পরিষ্কার করেনি পিসিবি।

বোর্ড থেকে বলে দেয়া হয়েছে, কোনও খেলোয়াড় যদি তার পরিবারের সদস্যদের ইংল্যান্ডে রাখতে চায় তাহলে সব ব্যবস্থা নিজেকেই করতে হবে। তবে দলের সঙ্গে থাকা বা যাতায়াতের দায়িত্ব নিবে না বোর্ড।
বোর্ডের এমন সিদ্ধান্তের পর বিপাকে পড়েছেন পাকিস্তানের খেলোয়াড়েরা।

বোর্ডের এমন সিদ্ধান্তের কারণ হিসেবে ধরা হচ্ছে, বিশ্বকাপে ম্যাচের দিকে পুরোপুরি মনোযোগী রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

বোর্ডের ধারণা, পরিবারের উপস্থিতি খেলোয়াড়দের স্বাভাবিক রুটিনে ব্যাঘাত ঘটাতে পারে। এমন অবস্থায় ক্রিকেটাররা কি করবেন সেই ব্যাপারে তারা এখনও কোন সিদ্ধান্ত বা মন্তব্য করেননি।