আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রত্যেকটা জেলায় নিটার স্থাপন করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

দেশের প্রত্যেকটা জেলায়  ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) স্থাপন করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

রবিবার (১০ মার্চ) সাভারে নিটার ক্যাম্পাসে ২০১৮/২০১৯ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের নবীব বরণ অনুষ্ঠান মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, নিটার কর্মসংস্থান তৈরীর কারখানা। বেকার সমস্যা দূর করতে নিটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের পরিকল্পনা আছে সারা দেশে প্রত্যেকটা জেলায় নিটার স্থাপন করা হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনে পাকিন্তান সরকার বাধা দিয়েছিলো। বঙ্গবন্ধুর দক্ষ নেতেৃত্বের কারণে এ দেশ স্বাধীন হয়েছে এবং দেশে টেক্সটাইল কলেজ স্থাপন হয়েছে। রপ্তানি আয়ে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় স্থানে আছে। পাকিস্থানের অধপতন হয়েছে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে কান্না ভেঙে পড়েন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । তিনি বলেন, আমি সর্বদা বঙ্গবন্ধুকে নিয়ে ভাবি  এবং কখন বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ হবে সেই চিন্তা করি।

তিনি বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর মত সাহসী । তিনি আমাদের দেশে কে উন্নত বিশ্বে নিয়েই যাবেন। কোন অপশক্তি দেশের উন্নয়ন ঠেকাতে পারবে না।

মন্ত্রী বলেন, ১৯৬২ সালে আমি (গোলাম দস্তগীর গাজী) প্রথম শিক্ষা আন্দোলনে যোগদান করি। এর পর বঙ্গবন্ধুর সাথে ৬৬ দফা আন্দোলনে অংশ গ্রহণ করি।  আগড়তলা ষড়যন্ত্র মামলা গণঅভ্যুত্থন অতপর বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ি।

বিএনপি জামায়াতের নির্যাতনের কথা উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর আমার উপর অত্যাচার করেছে বিএনপি। আমি (গাজী) আওয়ামী লীগ করি বলে আমার ব্যবসা বাণিজ্যের উপর নানা ভাবে বাধা প্রদান করেছে ।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর কর্মকর্তাদের দাবি মনোযোগ সহকারে শোনেন গোলাম দস্তগীর গাজী । নিটারের সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।

নতুন ফ্যাশন ডিজাইন তৈরী এবং দক্ষ কারিগর গড়ে তুলতে নিটারের কর্মকর্তাদের আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, টেক্সটাইল মিলস কর্পোরেশনের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান,ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,নিটারের অধ্যক্ষ অধ্যাপক ড.মিজানুর রহমান ,মন্ত্রীর বিশেষ সহকারী এমদাদুল হক প্রমুখ।

এছাড়া নিটারের কার্যক্রম ঘুরে দেখেন মন্ত্রী । নিটারের কর্মকর্তারা গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ক্রেস্ট প্রদান করেছেন।