আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হা‌মির উ‌দ্দিন সাউদ বিদ্যানিকেতন এন্ড হাই স্কু‌লের বা‌র্ষিক ক্রীড়া প্র‌তি‌যো‌গিতা অনুষ্ঠিত

রূপগঞ্জ উপ‌জেলার বরপা এলাকার হা‌মির উ‌দ্দিন সাউদ বিদ্যানিকেতন এন্ড হাই স্কু‌লের বা‌র্ষিক ক্রীড়া প্র‌তি‌যো‌গিতা  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী।

তিনি বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বহুমুখী শিক্ষার বিকল্প নেই। বঙ্গবন্ধুর কন্যা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে।

মেয়র বলেন, তারাব পৌর সভা হবে আধুনিক শিক্ষানগরী। এখনে কোন মাদক সন্ত্রাসীর স্থান হবে না। স্কুল কলেজে কেউ অপকর্ম করার চেষ্টা করলে দাত ভেঙে দেয়া হবে।

এছাড়া হাছিনা গাজী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে।

এসময় উপিস্থত ছিলেন, হা‌মির উ‌দ্দিন সাউদ বিদ্যানিকেতন এন্ড হাই স্কু‌লের প্র‌তিষ্ঠাতা প‌রিচালক ডাক্তার মোহাম্মদ হা‌নিফ সাউদ  শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ , আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ রমজান হো‌সেন সাউদ, তারা‌বো পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলী‌গের ‌সি‌নিয়র সহসভাপ‌তি আলহাজ্ব মোখ‌লেসুর রহমান ভুঁইয়া,  উপ‌জেলা প্রাথ‌মিক বিদ্যালয় শিক্ষক স‌মি‌তির সাধারন সম্পাদক আব্দুর র‌হিম মাষ্টার, তারা‌ব পৌরসভার কাউ‌ন্সিলর আসমা বেগম, রূপগঞ্জ ইউ‌নিয়ন কিন্ডার গা‌র্টেন ও শিক্ষা উন্নয়ন স‌মি‌তির সভাপ‌তি আব্দুল্লাহ আ মামুন, তারা‌বো পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামীলী‌গের সভাপ‌তি অ‌লি উল্লাহ মি‌জি, হা‌মির উ‌দ্দিন সাউদ বিদ্যানিকেতন এন্ড হাই স্কু‌লের প‌রিচালক হা‌জেরা সাউদ শশী ও প্রধান শিক্ষক খা‌দিজা আক্তার উ‌র্মিসহ অ‌নে‌কে।