কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় সময় সকালে ওই যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় পুলিশ।
জানা যায়, বিধ্বস্তের পরপরই বিমানটি দু’ভাগ হয়ে আগুন ধরে যায়।
এ ব্যাপারে বুদগাম শহরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বলেন, শিগগিরই ভারতীয় বিমান বাহিনীর প্রযুক্তিগত দল এসে পৌঁছাবে এবং ঘটনাটি খতিয়ে দেখবে। এখন পর্যন্ত আমরা দু’টি মরদেহ উদ্ধার করেছি।