আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যারা ছিলো মা আর জান তারাই এখন বেঈমান!

নিজস্ব প্রতিবেদক
গত বছরের ২ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, আমার পরিবার নিয়ে যারা খেলছেন তাদের ছাড় দেয়া হবেনা। আমরা জানি কারা খেলছে। ভাবি (পারভিন ওসমান) আমার মায়ের মত, আজমেরী আমার জান। অতি দরদী সাবধান।

সেই সেলিম ওসমান কিনা সোমবার (২৫ ফেব্রুয়ারী) শান্তি শৃঙ্খলা রক্ষায় এক মত বিনিময় সভায় প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মীনি ও তার ছেলে আজমেরী ওসমানকে কটাক্ষ করে বেসামাল বক্তব্যে প্রদান করলেন। যার কারনে নগরবাসীর মুখে মুখে এখন সেলিম ওসমান। নানান সমালোচনা করছেন জেলার সাধারণ মানুষ। অনেকেই আবার বলছেন যারা এতদিন ছিল মা আর জান তারাই এখন আবার বেঈমান হয়ে গেল। কিন্তু কেন?

ওই মত বিনিময় সভায় সাংসদ সেলিম ওসমান বলেন, হাজ্বী সাহেব, ওনাকে কে না চিনে! আরে তার মায়ের জন্য নাকি দোয়া চাইছে! কয়েকদিন আগে বন্দরে একটা শহীদ মিনারের জন্য দোয়া চাইছে। মাসে মাসে বিভিন্ন জায়গায় অনুদান দেন। যিনি নাকি নোয়াখাইল্লা মাইয়া। উনি নারায়ণগঞ্জে এমপি হতে চায়। উনি ওসমান পরিবারের কেউ না। জাতিয় পার্টির কিছু কিছু মানুষ ওনাকে উস্কানি দেয়। তিনি বলেন, কাউকে ছাড় দেয়া হবেনা। ইনকাম ট্যাক্সের ফাইলটা খুলে দেখেন, এই অনুদান উনি আয় দেখিয়েছেন কিনা।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে সেলিম ওসমান বলেন, যারা ওসমান পরিবারকে খাটো করলে সে যেই হোক না কেন তাদের কোন ছাড় দেয়া হবেনা। আমার পরিবারকে ছোট করে দেখা হলে বাংলাদেশে কাউকে রাজনীতি করতে দেয়া হবেনা। আমরা জানি কারা খেলছে। ওসমান পরিবারকে ধ্বংস করতে দেয়া হবেনা। আমরা দুই ভাই (সেলিম ওসমান, শামীম ওসমান) মাঠে নামবো। দেখবো কে কতো খেলতে পারেন। তিনি বলেন ভাবী আমার মায়ের মত, আজমেরী আমার জান। অতি দরদী সাবধান।

একেক সময় একেক রকম কথা বলার কারনে এখন বেশ সমালোচনায় সাংসদ সেলিম ওসমান। একবার তিনি তার ভাবীকে বলছেন মা আর ভাতিজাকে বলছেন জান। এখন আবার আরেক সভায় পারভিন ওসমান ও আজমেরী ওসমানকে কটাক্ষ করে বলছেন নানান ধরনের কথা। যার কারনে নগরবাসী মনে করছেন সাংসদ সেলিম ওসমান বেসামাল হয়ে গেছেন। আর তাই তিনি নানা রকমের কথা বলছেন।