সংবাদচর্চা রিপোর্ট:
বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় সেনা কমান্ডোদের হাতে নিহত মাহাদী ওরফে পলাশ আহমেদের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইন ২০১২ এর ৬ তৎসহ বিমান-নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইন, ১৯৯৭ এর ১১(২)/১৩(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
এদিকে, বিমান ছিনতাইচেষ্টার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটির পরিচালক (পরিকল্পনা) মাহবুব জাহান খানকে প্রধান করে এ কমিটি করা হয়।
এ কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এরআগে, রোববার রাত পৌনে ৯টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমানের ভেতরে অভিযান চালানোর সময় ওই ব্যক্তিকে আত্মসমর্পণ করতে বলা হয় কিন্তু সে অস্বীকৃতি জানালে গুলি চালানো হয়। পরে তার মৃত্যু হয়েছে।
পলাশের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুরের দুধঘাটা গ্রামে। তার বাবার নাম পিয়ার জাহান সরদার। সে ওই উড়োজাহাজের ১৭/এ নম্বর আসনের যাত্রী ছিল। গ্রামের সবাই তাকে পলাশ নামেই চিনত। গ্রামের বাইরে পলাশ নিজেকে মাহাদী নামে পরিচয় দিত।