আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ইয়াবা উদ্ধার আটক-১

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুক্রবার রাতে ৫০টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় মজিবর ওরফে মজি (৫৫) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।

স্থানীয় কাহিন্দী এলাকার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত ইউছূফ আলীর ছেলে। আড়াইহাজার থানার এস আই মোস্তাফিজ জানান, ধৃত ব্যাক্তি র্দীঘদিন ধরেই বিভিন্ন কৌশল অবলম্বন করে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল মর্মে পুলিশের কাছে তথ্য ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা (ট্যাবলেট)সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। শনিবার সকালে তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।