নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৫ জন গত পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হলেও এখনও পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। আর এ নিয়ে এখন ব্যাপক তোলপাড় চলছে সিদ্ধিরগঞ্জ জুড়ে।
নিখোঁজরা হলেন, গার্মেন্ট কর্মকর্তা জামাল সরদারের স্ত্রী নিপা (৩০), মেয়ে আশামনি (১১), প্রিয়া মনি (৪) ও তার ভায়রার মেয়ে সুমাইয়া (১৪) ও শালার ছেলে আজিম(৭)। তারা পূর্ব নিমাইকাসারী মাদানীনগর নুরবাগ এলাকায় একটি বাড়িতে বসবাস করতো।
এ ঘটনায় জামাল সরদার বুধবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করে। যার নং ৬৯২।
এদিকে জিডি দায়ের করার ২ দিন অতিবাহিত হলেও নিখোঁজ ৫ জনকে উদ্ধারতো দূরের কথা ঘটনা তদন্ত করতে ঘটনাস্থলে না গিয়ে গড়িমসি করে শেষ পর্যন্ত ভুক্তভোগী জামাল সরদার মিডিয়ার দ্বারস্থ হলে মিডিয়ার এক সংবাদকর্মী সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন শাহ পারভেজের সাথে এ নিয়ে কথা বলেন।
পরে সংবাদকর্মী থানার পরিদর্শক (অপারেশন) জসিম উদ্দিন ও জিডির তদন্ত কর্মকর্তাকে ফোন করে বলার পর তদন্ত কর্মকর্তা শুক্রবার দুপুরে জামাল সরদারের ভাড়াকৃত নুরবাগ এলাকার মাতৃছায়া এরশাদুল হক ভুইয়ার ৫ তলা বাড়িতে তদন্ত করতে আসেন।
ঘটনার বিবরনে জানা গেছে, জামাল সরদার গাজীপুরের শ্রীপুরে একটি পোষাক কারখানায় প্রোডাকাশন ম্যানেজার হিসেবে চাকরী করেন। প্রতি সপ্তাহের মতো জামাল সরদার এর আগের বৃহস্পতিবার সন্ধ্যার পরে কর্মস্থল থেকে সিদ্ধিরগঞ্জে স্ত্রী কন্যাদের কাছে আসেন। শনিবার ভোর রাতে তিনি কর্মস্থলে চলে যান। যাওয়ার সময় স্ত্রীর হাতে বেতনের ৭০ হাজার টাকা দিয়ে যান। রোববার রাত পৌনে ১০ টা থেকে স্ত্রী নিপা বেগমের মোবাইল ফোন বন্ধ পান জামাল। সোমবার সকালে জামাল তার ছোট ভাই খলিলকে ফোন করে পাঠান বাসায়। খলিল বাসায় গিয়ে দেখেন বাসার দরজায় তালা ঝুঁলানো।
এ খবর পেয়ে জামাল সরদার বাসায় ফিরে আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ নিয়ে তাদের কোন সন্ধান পাননি এবং তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পান। জামাল সরদার বিষয়টি ব্রাক্ষ্মনবাড়িয়া তার শ্বশুরবাড়িতে জানালে তারা রহস্যজনক আচরণ করেন এবং জামালকে পুলিশ দিয়ে হয়রানি করার হুমকি প্রদান করে।
এদিকে গত ৫ দিন ধরে একই পরিবারের ৫ জন নিখোঁজ হওয়ার খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্ত্রী কন্যাসহ ৫ জনকে হারিয়ে জামাল সরদারও পাগল প্রায়। জামালের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরের সানুহার গ্রামে। তার শ্বশুরবাড়ি ব্রাক্ষ্মবাড়িয়ার কাঞ্চনপুর এলাকায়।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই শামীম বলেন নিখোঁজের পিছনে কোন রহস্য রয়েছে।