নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যাংকের চেক জালিয়াতির মামলায় বাদল (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সন্ধ্যায় তাকে উপজেলার গোপালদী বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। সে রামচন্দ্রদী গ্রামের মৃত আক্কাছ আলীর পুত্র।
আড়াইহাজার থানার এ এস আই অজিৎ চন্দ্র বিশ্বাস জানান, তার নামে চেক জালিয়াতির মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। রামচন্দ্রদী গ্রামের আঃ রহমানের ছেলে সোহরাব বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে ১০ লাখ টাকার চেক জালিয়াতির মামলা করলে ১৫ জানুয়ারী বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। সি আর মামলা নং- ৯৭৭/১৮।