নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা বেগম বীনা মাতৃত্বকালীন ছুটি ভালো ভাবে ব্যবহার করতেই ওএসডি করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া। আসলে ওএসডি মানে পরবর্তীতে কোথায় পাঠানো যায় সে সময়ের জন্য স্থগিত রাখা।
এতটুকুই বললেন জেলা প্রশাসক রাব্বি মিয়া হোসনে আরা বেগম বীনার ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটার্সকে কেন্দ্র করে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় রাব্বি মিয়া এসব কথা বলেন গণমাধ্যম কর্মীদের। হোসনে আরা বেগম বীনার অনাগত সন্তানের সুস্থতা কামনায় সকলকে দোয়া করার কথা বলেছেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তার কোল জুড়ে আসে প্রথম সন্তান।
তবে সন্তান অপরিপক্ক জন্ম নেওয়ায় বর্তমানে স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (এনআইসিও) আছে। সাধনা লব্ধ সন্তানের শারীরিক অবস্থা দেখে মানসিকভাবে ভেঙে পড়েন বীনা। তাই সন্তানের এমন অবস্থার জন্য একজনকে দায়ী করে গত ৮ ফেব্রুয়ারি রাতে বীনা তার ফেসবুকে একটি আবেগ মাখানো স্ট্যাটাস দেন। আর এ নিয়ে ব্যখ্যা দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া। হোসনে আরা বেগম বীনা দৈনিক সংবাদচর্চাকে বলেন, আমি আমার বাবুকে পেটে নিয়েই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করি। এজন্য আমার উর্ধতন কর্মকর্তারা আমাকে ধন্যবাদ দিয়েছেন।
আমার এই নিষ্পাপ সন্তানটার কী অপরাধ ছিল? নাকি মা হতে চাওয়াটাই আমার সবচেয়ে বড় অপরাধ ছিল আমি জানি না! তবে জানি একজন সব দেখেন তিনি আমার নিষ্পাপ মাসুম সন্তানের উপর এই জুলুমের বিচার করবেন। এই নিষ্ঠুর অমানবিকতার পৃথিবীতে কোন কর্তা ব্যক্তিদের কাছে আমি এ অন্যায়ের বিচার চাই না, শুধু আমার সৃষ্টিকর্তাকে বলব তুমি এর বিচার করো! আর যারা আমাকে একটুও ভালোবাসেন আমার নিষ্পাপ সন্তানটার জন্য দোয়া করবেন। ও সুস্থ হয়ে গেলে কোনো কষ্টের কথাই আমার মনে থাকবে না। এমন স্ট্যাটার্স ছিল নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম বীনা।