নিজস্ব প্রতিবেদক
ফতুল্লার থানার কুতুবপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতারকৃত শাহ আলম গাজী টেনুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউসার আলম এই রায় দেন। প্যারাগন মাল্টিপারপাসের চেয়ারম্যান রাজধানীর সবুজবাগ থানার ৬৪/এ মধ্য মাদারটেকের বাসিন্দা মৃত ফজলুল হকের ছেলে শাহজাহান বাদী হয়ে এ চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, অ্যাডভোকেট মাহফুজ এবং আসামী পক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মোহসীন মিয়া শুনানীতে অংশ নেন।