আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাট কে নিয়ে বিশ্ব জয় করতে হলে নতুন ডিজাইন তৈরী করতে হবে: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, সারা বিশ্বে প্লাস্টিক পণ্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠছে। পাট জাত পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এটা পরিবেশ বান্ধব শিল্প। পাট কে নিয়ে বিশ্ব জয় করতে হলে যুগোপযোগী নতুন নতুন ডিজাইন তৈরী করতে হবে। যাতে দর্শক পণ্য দেখেই পছন্দ  করে।

রবিবার রাজধানীর মতিঝিলে বিজেএমসি এবং পাট কল সমূহের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধু পাট কে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। বাঙালির মুক্তির সনদ ৬ দফাতে পাটের কথা বলেছেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে শেখ হাসিনা পাট কে বিশ্ব দরবারে তুলে ধরতে কাজ করছে।

বিজেএমসি এবং পাট কল সমূহের মালিকদের দিকনির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, যে পণ্যের চাহিদা বেশি সে পণ্য তৈরী করতে হবে। লাভ ক্ষতির কথা মাথায় রেখে কাজ করতে হবে। নির্ধারিত সময়ে পণ্য বিক্রি করতে হবে। কোন মাল গোডাউনে আটকা রাখা যাবে না। প্রচার বৃদ্ধি করতে হবে।

গোলাম দস্তগীর গাজী বলেন,  কোন প্রকার অনিয়ম এবং দুর্নীতি চলবে না। যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠবে তাদের কে ছাড় দেয়া হবে না।

এছাড়া মন্ত্রী বিজেএমসি এবং পাট কল সমূহের কর্মকর্তাদের কথা মনোযোগ সহকারে শোনেন। তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। গোডাউনে আটকে থাকা মাল দ্রুত বিক্রির নির্দেশ দেন গোলাম দস্তগীর গাজী।

এসময় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম, বৈজ্ঞানিক উপদেষ্টা মোবারক হোসেন, মন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হক।