আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অপপ্রচারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূইয়া মাসুম অপপ্রচারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। সোমবার তিনি এ অভিযোগ দায়ের করেন।

জানা গেছে একটি চক্র ভুয়া ওয়েব পেইজ (নিউজ পোর্টাল সাদৃশ্য) ও ফেইসবুকের ফ্যাক আইডি থেকে শেখ ফরিদ ভূইয়া কে  জড়িয়ে  কুরুচিপূর্ণ, আপত্তিকর ভাষায় লেখা প্রকাশ করছে। তাতে তিনি ক্ষুব্ধ।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির কাছের লোক শেখ ফরিদ ভূইয়া মাছুম । দলীয় কর্মকান্ডেও তিনি সক্রিয়।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হক জানান, এ ঘটনায় ছাত্রলীগ নেতা মাসুম একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।