নিজস্ব প্রতিবেদক:
বন্দরে ৩৩ বছরের পুরনো ড্রেজার জুনিয়র হাইস্কুলটি ড্রেজার পরিদপ্তরের প্রকৌশলীর মৌখিক নির্দেশনায় বন্ধ ঘোষণার পর স্কুলটি ফের চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।
সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে স্কুলটির তালা খুলে দেন ড্রেজার পরিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুদ্দীন আহমদ। এ সময় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্কুলের কার্যক্রম শুরু হয়। প্রথম দিনেই স্কুলটির ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।