নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সংবাদচর্চার মাসিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় দৈনিক সংবাদদচর্চার পত্রিকার নারায়ণগঞ্জ কার্যালয়ে সফলভাবে এ কর্মশালা সম্পন্ন হয়। এতে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মুন্না খান ব্যক্তিগতভাবে খুশি হয়েছেন পাশাপাশি পত্রিকার সকল স্টাফদের বিশেষভাবে ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
মুন্না খান বলেন, গত কর্মশালায় আমরা যেসকল কাজের টার্গেট করেছিলাম তা সফলভাবে আমার স্টাফরা সম্পন্ন করেছে। এতে করে আমি খুবই আনন্দিত। পাশাপাশি আমার স্টাফদের নিয়ে আমি গর্ববোধ করি। এবং আমি আশা করবো তারা যেন তাদের কর্মকান্ড এভাবেই অব্যাহত রাখে। তাহলে আমাদের গন্তব্যে পৌছাতে বেশি সময় লাগবে না। ইতিমধ্যেই আমরা শহরে ব্যাপক আলোচনায় এসেছি। কারণ আমার স্টাফরা প্রচুর শ্রম দিয়েছেন। এবং নারায়ণগঞ্জের অনেক গোপন তথ্য তুলে এনে পত্রিকার মাধ্যমে প্রকাশ করেছে। যার ফলে দৈনিক সংবাদচর্চা বর্তমানে আলোচনার শীর্ষে।
তিনি আরও বলেন, রাজনীতি, অপরাধ, অনিয়ম ও জনদুর্ভোগ এবং বিনোদন সেক্টরের জন্য আলাদা বিট তৈরী করা হয়েছে। গত কর্মশালায় যাকে যে বিট দেয়া হয়েছিলো তাতে তারা সফল হয়েছেন। যার কারনে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশী। স্টাফদের দৃষ্টি আকর্ষন করে তিনি আরও বলেন, এভাবেই সকলে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবে। এতে করে তোমাদের যে প্রতিবন্ধকতা তা আমি দেখবো। আমার স্টাফদের যা কিছু প্রয়োজন তা আমি দেবো। কিন্তু বস্তনিষ্ঠ সংবাদ সবসময় প্রকাশ করতে হবে। খবরের ভিতরের খবর প্রকাশ করতে হবে। এবং আমি আশা করি অতি শীঘ্রই আমরা আমাদের গন্তব্যে পৌছে যাবো।
দৈনিক সংবাদচর্চা পত্রিকার বার্তা সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়াঁর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সংবাদচর্চার ইউটিউব চ্যনেলের ব্যবস্থাপক রবিউল ইসলাম, সার্কুলেশন ম্যানেজার মো: সজল, সহ-সম্পাদক মো: মমিনুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক মাঈনুল হাসান রোমান, নিজস্ব প্রতিবেদক আলামিন মিন্টু, নিজস্ব প্রতিবেদক বিল্লাল হোসেন শুভ, নিজস্ব প্রতিবেদক সৈয়দ মোহাম্মদ রিফাত, নিজস্ব প্রতিবেদক মো: রাশেদুল হাসান অভি, স্থীর চিত্রগ্রাহক প্রীতম, পরিবারের সদস্য মো: আমিন মিয়া।