আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জ জেলা পুলিশের র‌্যালী অনুষ্ঠিত

সংবাদচর্চা রিপোর্ট:

জনগণের সাথে পুলিশের সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার র‌্যালীটি নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম(বার)।

এছাড়া পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গনে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কে উপস্থিত সকলকে ব্রিফ করেন সম্মানিত পুলিশ সুপার হারুন অর রশীদ।