আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জালকুড়িতে বন্ধ কারখানা থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়া মাঝাররোড এলাকায় অভিযান চালিয়ে একটি বন্ধ পলিথিন কারখানা থেকে বিপুল পরিমাণ পলিথিন ও পলিথিন তৈরীর কাঁচামাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার ২৭ জানুয়ারী বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত আরা খানমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় জব্দ করা হয়েছে ৭৭ বস্তা পলিথিন, ২১ বস্তা পলিথিন তৈরীর কাঁচামাল ও বেশ কিছু মেশিনারীজ। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর এএসপি জসিমউদ্দিন ও পরিবেশ অধিদফতরের পরিদর্শক মইনুল হক সহ র‌্যাব-১১ এর সদস্যরা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত আরা খানম জানান, ওই কারখানাটি রানার নামের এক ব্যক্তি পরিচালনা করতো বলে জানা গেছে। আমরা অভিযানে গিয়ে কারখানাটি তালাবদ্ধ পাই। পরে তালা ভেঙ্গে কারখানাটির ভেতরে প্রবেশ করে ৭৭ বস্তা পলিথিন, ২১ বস্তা পলিথিন তৈরীর কাঁচামাল ও বেশ কিছু মেশিনারীজ জব্দ করা হয়েছে।