আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম


সংবাদচর্চা রিপোর্ট: নারায়নগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের দাবীকৃত চাদাঁর টাকা না দেয়ায় আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী ও তার ছোট ভাইকে কুপিয়ে জখম করে সাড়ে ৩ লাখ টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকালে উপজেলার সাওঘাট এলাকায়।

সাওঘাট এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, সকালে সাওঘাট এলাকায় একটি নির্মান কাজের জন্য ট্রাক দিয়ে ইট এনে রাস্তায় নামাচ্ছিলেন। এসময় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও চাদাঁবাজ মহিউদ্দিন, সুমন, রহিম, আমির ও তাদের বাহিনীর আরও ৮/১০ জন সদস্য অস্ত্র নিয়ে আনোয়ার হোসেনের কাছে এক লাখ টাকা চাদাঁ দাবী করেন। তাদের দাবীকৃত চাদাঁর টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা আনোয়ার হোসেনকে এলোপাথারী পিটাতে থাকে । এ সময় তার চিৎকারে তার ছোট ভাই আশিক এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের দুই ভাইকেই পিটিয়ে ও ধারালো অ¯্র দিয়ে কুপিয়ে জখম করে।

এছাড়া প্রিমিয়ার ব্যাংক ভুলতা শাখা থেকে উঠানো ব্যবসায়ী আনোয়ার হোসের সাথে থাকা সাড়ে ৩ লাখ টাকাও তারা লুটে নেয়।

পরে তাদের আত্বচিৎকারে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশসহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী আনোয়ার হোসেন ও তার ছোট ভাই আশিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল হক জানান, উক্ত ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এছাড়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয় হচ্ছে।