আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে গার্লস স্কুল এন্ড কলেজে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত জমকালো আয়োজনে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বন্দর গালর্স স্কুল থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহনকারী সহ সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।বিদ্যালয়ের ১০ শ্রেনীর বিঙ্গান শাখার ছাত্রী সাবিকুন নাহার মাহীর সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য , সাবেক কাউন্সিলর এবং মহিলা আওয়ামীলীগ নেত্রী ইসরাত জাহান খান স্মৃতি।

অন্যানের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন কলেজ শাখার গভনিং বডির সদস্য শাহজালাল সিকদার, শিক্ষক প্রতিনিধি শুকচাদ সরকার, কলেজ শাখার প্রভাষক মিজানুর রহমান সহ অন্যন্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রী অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ । উল্লেখ্য বন্দর গালর্স স্কুল এন্ড কলেজ থেকে ৩২১ জন পরিক্ষার্থী আগামী এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করবে। তাদের উদ্দেশ্যে বক্তারা বিভিন্ন তাদের পারক্ষায় প্রয়োজনীয় ও অনুপ্রানিতমুলক বক্তব্য পেশ করে তাদেরকে ভালোভালো পরিক্ষা দেবার জন্য উৎসাহিত করে।