আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শিক্ষার বিকল্প নেই : বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, পাকিস্থানের শোষনের হাত থেকে বাঙালি জাতিকে মুক্ত করেছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তার কন্যা বাস্তবায়ন করে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শিক্ষার কোন বিকল্প নেই।

শনিবার রূপগঞ্জ উপজেলার তারাইল মহর আলী শাহনূর বানু উচ্চ বিদ্যালয়ের ৪৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলায় শিক্ষার বিপ্লব ঘটেছে। শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। বহি:বিশ্বে বাঙালিরা শিক্ষিত জাতির মর্যাদা লাভ করেছে।

মন্ত্রী বলেন, বিএনপি এখন সিদ্ধান্তহীনতায় ভুগছে। উপজেলা জেলা নির্বাচনে বিএনপি না এলে মুসলিম লীগে পরিণত হবে ।

তিনি বলেন,যে জাতি গুরুজনকে মর্যাদা দেয় না সে জাতি কোন দিন উন্নত লাভ করতে পারে না। আমাদের প্রত্যেক কে গুরুজন কে সম্মান করতে হবে।

এড. সোলেমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশারফ হোসেন, ঢাকা কর কমিশনার মো: আসাদুজ্জামান মিয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জি. শেখ সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মো: এমায়েত হোসেন,তাবিবুল কাদির তমাল কাঞ্চন পৌর যুব লীগের সভাপতি রফিকুল ইসলাম , উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা প্রমুখ।