আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেবই কাজিরবাগ দাখিল মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার দেবই কাজিরবাগ দাখিল মাদ্রাসায় ৩ দিন ব্যাপী ৬৬ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। সাম্যের ধর্ম। এখানে কোন জঙ্গী সন্ত্রাসী দুর্নীতিবাজ মাদক ব্যবসায়ীর স্থান হবে না।

গোলাম দস্তগীর গাজী মাদ্রাসার উন্নয়নের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শাইখ অধ্যাপক মোবারক আলীর সভাপতিত্বে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন বিভিন্ন আলেমগণ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি হাফেজ মো: মজিবুর রহমান, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভূঁইয়া , ঢাকা সুপ্রিম কোটের আইনজীবী এড রফিকুল ইসলাম মোল্লা, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সৈয়দ মো মারফত আলী, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম প্রমুখ।