আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদক নিয়ন্ত্রণে শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সেই যুদ্ধে শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে। শিক্ষিত সমাজ মাদক নিয়ন্ত্রণে এগিয়ে না আসলে সমাজকে মাদক মুক্ত করা সম্ভব নয়।

শুক্রবার রূপগঞ্জ অফির্সাস এসোসিয়েশনের উদ্যোগে মেধানী সংবর্ধনা ও বনভোজন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, চনপাড়ায় অধিকাংশ লোক শিক্ষিত কিন্তু সেখানে মাদকের আখড়া। নগর পাড়া ব্রিজের টেন্ডার হয়েছে।যে কোন সময় কাজ শুরু হবে।

গোলাম দস্তগীর গাজী বলেন, গ্রাম অঞ্চলে শিক্ষার মান বৃদ্ধি করতে হবে। পদ খালি না থাকলে রূপগঞ্জের ভোটার ছাড়া বাহিরের কোন শিক্ষক রূপগঞ্জে ডুকতে পারবে না।

তিনি বলেন, মুড়াপাড়া কলেজে দুটি ভবন নির্মান হবে। শিক্ষার্থীদের ক্লাসের কোন সমস্যা হবে না।

মন্ত্রী রূপগঞ্জে উন্নয়নে অফিসার দের সহযোগিতার আহবান জানান।

আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আনোয়ার ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী, ডিপিডিসির প্রকৗশলী মাহবুবুল , ড. আজিজ জহিরুল ইসলাম, গোলজার হোসেন,রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন রানু প্রমুখ।