নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক একজন সৎ ধার্মিক লোক। তিনি নামাজ পড়েন। ধর্মকে তিনি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। রূপগঞ্জে প্রত্যেক ধর্মের লোক তার কাছে সমান। তিনি প্রতি বছর ধর্মীয় কাজে প্রচুর অর্থ ব্যয় করে থাকেন।
রূপগঞ্জ উপজেলার ভূলতা বাসট্যান্ড কেন্দ্রী জামে মসজিদের নির্মান কাজ দীর্ঘ দিন অর্থের অভাবে থেমে ছিলো। বিষয়টি মন্ত্রীর নজরে আসে। তিনি মসজিদ কর্তৃপক্ষ কে ডাকেন।
বৃহষ্পতিবার গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক যমুনা ব্যাংক ফাউন্ডেশন থেকে ভূলতা বাসট্যান্ড কেন্দ্রী জামে মসজিদের নির্মান কাজের জন্য ১০ লাখ টাকার চেক দিয়েছেন।
রূপসী গাজী ভবনে আজ সন্ধ্যায় ঐ মসজিদ কমিটির একটি প্রতিনিধি দল মন্ত্রীর সাথে দেখা করতে যান। গোলাম দস্তগীর গাজী তার নিজস্ব তহবিল থেকে মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, ভূলতা বাসট্যান্ড কেন্দ্রী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো : হারুন অর রশিদ, সাধারন সম্পাদক হাজী রফিজ উদ্দিন ভুঁইয়া, হাজী মো মনির হোসেন, হাজী মো: আমজাদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য মসজিদটা নির্মাণ হলে গাউছিয়া মার্কেটের কয়েক হাজার লোকের নামাজ পড়ার সমস্যা দূর হবে।